যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের উদ্যোগে প্রকাশিত সুন্দরবন বিষয়ক লেখালেখির এক অনবদ্য সংকলন। Writings from the Sundarbans নামের এই সংকলনে আমারও লেখা ঠাঁই পেয়েছে।

ইন্দ্রনীল আচার্য এবং সায়ন্তন দাশগুপ্ত সম্পাদিত এই সংকলনে আমার তিনটি ছোট গল্পের ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে। ৮ ডিসেম্বর ২০২৩ যাদবপুর বিশ্ববিদ্যালয় সেই সংকলন প্রকাশের অনুষ্ঠানে আমি এবং অন্যরা।

আমার লেখা ছোট গল্পগুলির মধ্যে রয়েছে ‘ঘোস্ট টাইগার’, ‘ভূষণ অ্যান্ড হিজ ফ্যামিলি’ ও ‘তুলসী’স ক্রনিকল’।