উৎপলেন্দু মণ্ডল সম্পর্কে

উৎপলেন্দু মণ্ডল একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক এবং ছোটগল্প লেখক। মূলত, সুন্দরবনের নিম্নবর্গের (SUBALTERN) মানুষের জীবন ও জীবিকা ফুটে উঠেছে তাঁর লেখায়। পাশাপাশি তাঁর লেখায় সুন্দরবনের ক্রমধ্বংসমান বাস্তুতন্ত্র ও পরিবেশের ভারসাম্যহীনতার চিত্র ধরা পড়েছে।

প্রায় চল্লিশ বছর সুন্দরবন কেন্দ্রিক লেখালেখিতে তিনি নিয়োজিত। পেশাগত জীবন শুরু স্কুল মাস্টারি দিয়ে, পরে সংবাদপত্র, সরকারি সাপ্তাহিক ‘পশ্চিমবঙ্গ’ পত্রিকায় সহকারী সম্পাদকের দায়িত্ব পালন। সরকারি আধিকারিক হিসাবে জীবন দেখা, মিডিয়াতাড়িত জীবনের ওঠাপড়া, মন্ত্রী-আমলার রক্তচক্ষু চাক্ষুষ করা আবার সুন্দরবনের নোনা হাওয়ায় আচমন সেরে জেগে ওঠা…

জন্ম: সুন্দরবন, ৯ জুলাই, ১৯৫৯

বই: আবাদমলের ইতিহাস,
সুমনের ভারতবর্ষ,
জলজঙ্গলের বারোমাস্য,
আয়লার সময় অসময়,
ভাঙনকুলের লোকেরা

Scroll to Top